সরোজগঞ্জে দুই দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে উপজেলার সরোজগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বাজারের গৌতম শাহা স্টোরে পণ্যে তালিকা ঠিক না থাকায়, মেয়াদ উত্তীর্ণ কোমল পানি ও প্যাকেট ভাজা পাওয়ায় ৩৭/৩৮ ধারায় ২০ হাজার টাকা এবং সরোজগঞ্জ শাহা স্টোরের মালিক শ্রী বিষ্ণু কুমার শাহাকে ৩৮/৫১ ধারায় ১০ হাজার টাকাসহ দুই দোকানকে থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।