চুয়াডাঙ্গা শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২০

সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয়

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৯, ২০২০ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার মেহেরুননেছা শিশুপার্কে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এ রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান। অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ ও ইউটিউব চ্যানেল ‘কৃষি বায়োস্কোপ’-এর পরিচালক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ‘কৃষি বায়োস্কোপ’ এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে দেশের ৩০টি জেলা থেকে ৪০ জন কৃষি উদ্যোক্তা অংশ নিয়েছেন।
ইউটিউব চ্যানেল ‘কৃষি বায়োস্কোপ’-এর পরিচালক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর জানান, ‘কৃষি বায়োস্কোপের ভিডিওর মাধ্যমে আগ্রহী শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তাদের আহ্বান জানানো হয়েছিল। সারা দেশ থেকে সহস্রাধিক আবেদন জমা পড়েছিল। যার মধ্যে থেকে ৩৪টি জেলার ৪০ জন প্রশিক্ষনার্থী নিয়ে ১ম ব্যাচের কর্মশালা শেষ হয় ৭ সেপ্টেম্বর। আমরা অবাক হয়েছি কৃষির প্রতি তরুণ সমাজের এই প্রবল আগ্রহ দেখে, যেখানে নিজের পকেটের টাকা খরচ করে বহুদূর পথ পেরিয়ে করোনার এই দুঃসময়েও চুয়াডাঙ্গায় এসেছেন তাঁরা স্বপ্ন নিয়ে। মাটির টানে। কৃষির টানে। কর্মশালায় দেশের শীর্ষ কৃষিবিদেরা আমাদের এই তরুণ উদ্যোক্তাদের উৎসাহ, অনুপ্রেরণা ও সম্ভাবনার আলো দেখিয়াচ্ছেন। এটি দ্বিতীয় ব্যাজ। আমরা মোট ১০ ব্যাচে ৪০০ জন তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তাদেরকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসতে চাই। কৃষি বান্ধব বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক আমাদের তরুণেরা। মাত্র দুইদিনে খুব বেশি জানা ও শেখার সুযোগ থাকে না, তবুও আমরা চেষ্টা করেছি বেসিক কিছু নলেজ ও আইডিয়া দিতে। পারস্পারিক যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্র তৈরি করে দিতে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।