

মেহেরপুর অফিস: মেহেরপুরে সরকারী খাস জমি জালিয়াতির ঘটনার তদন্তে দুর্ণীতি দমন কমিশন দুদক এর কাজে বিঘœ সৃষ্টি করার অভিযোগে মেহেরপুরের সাবেক দুই সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ মন্ডল ও সাবেক সাব রেজিস্ট্রার সাহিদুর রহমানকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকালে দুদক সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে তাদেরকে আটক করে সরকারী কাজে বাধা প্রদানের মামলায় দুপুরে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে দুদক। আটক আব্দুর রশিদ মন্ডল বর্তমানে নোয়াখালি জেলায় ও সাহিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেষপুরে সাব রেজিস্টার হিসেবে কর্মরত আছে। দুদক কুষ্টিয়া উপ পরিচালক আব্দুল গাফফার জানান, ২০১১ সালে মেহেরপুরে সরকারী খাস জামি ১৮ টি জাল দলিলের মাধ্যমে ১৮ জনের নামে বন্দোবস্ত দেওয়া হয়। ওই মামলাটি তদন্তের স্বার্থে জমির দলিলসহ প্রয়োজনীয় নথিপত্র তলব করে দুদক। কিন্তু দীর্ঘদিন ধরে নানা অজুহাতে সাব রেজিস্ট্রার আব্দুর রশিদ ও সাহিদুর রহমান নথিপত্র দেওয়া থেকে বিরত থাকেন। সরকারী কাজে বিঘœ সৃষ্টির অপরাধে তাদেরকে গতকাল সকালে কুষ্টিয়া থেকে আটক করে দুদক। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গতকাল দুপুরে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল রোববার বিকেলে তাদের দুইজনকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক মহিদুজ্জামান তাদের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।