প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কালিদাসপুর বাগদিপাড়ায় সরকার কর্তৃক ঘর বরাদ্দের স্থান নির্বাচন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কালিদাসপুর গৃহ নির্মাণের জন্য তিনি স্থান পরিদর্শন করেন।
জানা যায়, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় দামুড়হুদা উপজেলায় ৫টি পরিবারকে ঘর নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানকে। এ ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কালিদাসপুর গ্রামে বাগদিপাড়ার ৫ বাগদি পরিবারকে ঘর নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়। সরকারিভাবে তাদেরকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বাগদি পরিবারগুলো প্রধানমন্ত্রীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, সরকারিভাবে ৫টি পরিবারের জন্য ঘর নির্মাণের বরাদ্দ এসেছে। দামুড়হুদা উপজেলার কালিদাসপুর বাগদিপাড়ার মানুষগুলো গৃহহীন হওয়ায় ওই পরিবারদের জন্য ৫টি ঘর নির্মাণের জন্য সিন্ধান্ত নেওয়া হয়েছে।