চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সরোজগঞ্জ সাংবাদিক ইউনিট নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নব নির্বাচিত নেতৃবৃন্দসহ উপস্থিত প্রবীণ সাংবাদিক শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সমাজের স্বার্থে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনে আন্তরিক হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীন সাংবাদিক মাহতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত সভাপাতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি মো. ইলিয়াস হোসেন। সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত সহ সহ সভাপতি শেখ সেলিমের উপস্থাপিত সভায় সরোজগঞ্জ ইউনিটের সদস্যদের মধ্যে আলম আশরাফ, হাবিবুর রহমান, হাসানুজ্জামান, রানা আহম্মেদ, হাসিবুল হাসান হাসিব, শওকত মাহমুদ, সুজন মাহমুদ প্রমুখ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরীসহ নব নির্বাচিত কমিটির অনেকেই উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।