সমর্থকদের দুবার ভোট দিতে বললেন ট্রাম্প

বিশ্ব প্রতিবেদন
ডেমোক্র্যাটরা ভোট চুরি করবে—এই জুজু অনেক দিন ধরেই দেখাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিজেই এবার সমর্থকদের দুবার করে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন তিনি। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে সমর্থকদের দুবার করে ভোট দেওয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। স্বয়ং প্রেসিডেন্টের কাছ থেকে অবৈধ একটি কাজে উৎসাহ দানের এ ঘটনা নিয়ে শোর উঠেছে যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন যে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটরা ভোট চুরি করবে। শুধু তাই নয়, দীর্ঘ দিনের পরীক্ষিত ডাকযোগে ভোটদান পদ্ধতি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পুরো নির্বাচন পদ্ধতিকে বিতর্কিত করতে নানা বক্তব্য দিয়ে আসছেন তিনি অনেক দিন ধরেই। এরই অংশ হিসেবে ২ সেপ্টেম্বর নর্থ ক্যারোলাইনার ভোটারদের আহ্বান জানান, নির্বাচন পদ্ধতির নিরাপত্তার বিষয়টি পরীক্ষা করতে তারা যেন দুবার করে ভোট দেয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২ সেপ্টেম্বর সাংবাদিকেরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, নর্থ ক্যারোলাইনার ভোটিং ব্যবস্থার ওপর তাঁর আস্থা রয়েছে কিনা। বিশেষত করোনাভাইরাস পরিস্থিতিতে অন্য সময়ের চেয়ে ভিন্নভাবে এবারের নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভোটাররা ডাকযোগে ভোট দিতে অনুরোধ পাঠাক। তারপর তারা আবার কেন্দ্রে যাক ভোট দিতে। যদি ব্যবস্থা ঠিক থাকে, তাহলে তারা কেন্দ্রে ভোট দিতে পারবে না। আর যদি ঠিক না থাকে, তবে তারা ভোট দিয়ে আসতে পারবে। তাদের এটিই করা উচিত।