– এম এ মামুন
জালিয়াতির বিরাট খবর
হাজার কোটি টাকা,
করছে কারা এমন কাজটা
বড্ড তারা পাকা।
এদের সাথে কোন শেয়ানা
কোন সে বাহাদুর,
ধরলে নাকি এই পাপীদের
বাজে ভিন্ন সুর।
মোবাই ফোনে নগদ অ্যাপে
হচ্ছে টাকা চুরি,
আত্মসাতের এই ঘটনা
হচ্ছে ভুরি ভুরি।
করছে কারা এসব কাজ
প্রশাসনের দায়,
ইচ্ছা করলে স্বদেশ জুড়ে
সব সমাধান হয়।
খবর: (হাজার কোটির উপবৃত্তিতে কোটি টাকার জালিয়াতি)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।