বিস্ময় ডেস্ক: অপারেশনের মাধ্যমে শরীরের কোন অংশ বাদ দেয়া নতুন কোন ঘটনা নয়। বিশেষ করে ডাক্তারদের কাছে এই সব খুবই সামান্য ব্যাপার। তবে শরীরের সেই অংশটি যদি লেজ হয় আর তাও আবার সেই লেজ কিনা মানব শরীরের একটি অংশ হয় তাহলে কিন্তু ব্যাপারটা সামান্য এর পর্যায়ে থাকেনা। তাও ছোট খাট কোন লেজ নয়। লেজের আকৃতি প্রায় ১৮ সেন্টিমিটার লম্বা। ধারণা করা হচ্ছে, নাগপুরের এই যুবকের ১৮ সেমি (৭ ইঞ্চির মতো) দীর্ঘ লেজটিই মানব ইতিহাসের এখনও পর্যন্ত দীর্ঘতম নথিভুক্ত লেজ ভারতের নাগপুরে এক যুবকের শরীর থেকে সেখানকার ডাক্তারেরা অপারেশনের মাধ্যমে এই লম্বা লেজটিকে কেটে অপসারন করেছেন। এক বিরল ডাক্তারি অপারেশনটি হয়েছে নাগপুরের সুপার স্পেশালিটি হসপিটালে। এখানকার ডাক্তাররা এক ১৮ বছরের যুবকের দেহ থেকে বাদ দিলেন একটি ৭ ইঞ্চি দীর্ঘ লেজ। লেজটি সম্প্রতি ওই যুবকের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটাচ্ছিল জানা যায়। হসপিটালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার প্রমোদ গিরি সংবাদ মাধ্যমকে বলেন, এই লেজের কথা যুবক নিজে খুব ভালোভাবেই জানতেন। শুধু তাই নয় যুবকের পরিবারের প্রতিটি সদস্যই জানতেন তার এই লেজের কথা। কারণ এই ধরনের লেজ জন্ম থেকেই মানুষের দেহে থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই লেজের দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। জন্মের কয়েক মাসের মধ্যেই সাধারণভাবে এই ধরনের লেজ বা শরীরের যেকোন বাড়তি অংশ অপারেশনের মাধ্যমে সংশোধন করা যায়। কিন্তু সামাজিক লজ্জার কারণে ওই যুবকের পরিবার বিষয়টি এতদিন গোপন করেছিলেন। আর সবচেয়ে অবাক করার মত বিষয় হল ওই যুবক ও তার পরিবার ব্যাপারটি ১৮ বছর ধরে পুষে রেখেছিলেন। গিরি আরও বলেন, ‘‘আসলে যুবকটির লেজটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। তাছাড়া লেজটির ভিতরে একটি হাড়ও দেখা দিয়েছিল। ফলে শুতে বসতে খুবই অসুবিধা হচ্ছিল ছেলেটির। যার ফলে সম্প্রতি বিষয়টি ওই যুবকের কাছে লেজটি বেদনাদায়ক হয়ে উঠেছিল। ’’ আর তার কারণেই যুবকের বাবা-মা তাকে এসএসএইচ-এর ডাক্তারদের কাছে নিয়ে আসেন। ডাক্তাররা ছেলেটিকে পরীক্ষা করে দেখেন যে লেজটি আসলে তার মেরুদণ্ডেরই একটি প্রবর্ধিত অংশ। ফলে অপারেশনের জন্য ডাক্তারদের যে দলটি গঠিত হয়, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নিউরোসার্জেনদেরও। ডাক্তার গিরি জানান, ‘‘মানবদেহে লেজের অস্তিত্ব বিরল হলেও এমনটা যে একেবারে অসম্ভব, তা নয়। এর আগেও ডাক্তারিশাস্ত্রের ইতিহাসে এমন ঘটনার নজির রয়েছে। নাগপুরের এই যুবকের ১৮ সেমি (৭ ইঞ্চির মতো) দীর্ঘ লেজটিই মানব ইতিহাসের এখনও পর্যন্ত দীর্ঘতম নথিভুক্ত লেজ।’’
সর্বশেষ আপডেট
বৈরি আবহাওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বিঘ্নিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হয়েছে। গতকাল শুক্রবার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক...
আগামী ছয় মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজছে। আমরা বুঝতে পারছি। ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে শেখ হাসিনার...
বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে কিশোর নিখোঁজ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আল ইমরান (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ...
কালীগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ লাল ভানু নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জের...
ঝিনাইদহে কৃষক নেতা ইমান আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জনপ্রিয় কৃষক নেতা মাস্টার ইমান আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়য়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির...