গাংনী অফিস: সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানালেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান, গাংনী পৌর প্যানেল মেয়র নবীর উদ্দীন, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক ও ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। বক্তব্য রাখেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রোকনুজ্জামান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহিবুল ইসলাম, সাংবাদিক মাজেদুল হক মানিক, ফারুক আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের আমান উল্লাহ, মাদ্রসা শিক্ষক আব্দুল মোমিন, ইউপি সদস্য জাফর আলী, ফিরোজুল হক ও গুলশানআরা। আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিবৃন্দ।