ইপেপার । আজ সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

সন্তুষ্ট প্রকাশ ইসিবি, ঢাকা সফরে আসছে ইংল্যান্ড দল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: অবশেষে মিলল সবুজ সংকেত। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন শেষে ইংল্যান্ড গিয়ে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড নিরাপত্তা প্রতিনিধি দল। ফলে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হোম সিরিজে আর কোনো বাধা থাকলো না। গুলশান হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দেখা দেওয়া শঙ্কার অবসান হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ আসেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেজ ডিকাসন,ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল। তারা ইংল্যান্ডে ফিরে জানান, বাংলাদেশ সরকার যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তাতে সফর নিরাপদ হবে। বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুক, ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যানসহ ক্রিকেটারদের ঝুঁকির মূল্যায়ন ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন ডিকাসন। সেখানে ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে উপস্থিত ছিলেন কার ও লেথারডেলও। সভার পর স্ট্রাউস বলেন, ‘বাংলাদেশে ইংল্যান্ডের সফর পরিকল্পনা অনুযায়ী এগোবে।’ সাবেক অধিনায়ক স্ট্রাউস জানান, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের নিরাপত্তা সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ঝুঁকির একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পেয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের খুব ভালো ধারণা রয়েছে। নিরাপত্তা প্রতিশ্রুতি সম্পর্কে তাদের সবকিছুই বলা হয়েছে। তিনি বলেন, ‘আমরা একটি উন্মুক্ত আলোচনায় খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারা প্রচুর প্রশ্ন করেছেন। গ্রীষ্মের আন্তর্জাতিক ম্যাচগুলোর পর সফরের দল ঠিক করা হবে।’ আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ক্রিকইনফো

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সন্তুষ্ট প্রকাশ ইসিবি, ঢাকা সফরে আসছে ইংল্যান্ড দল

আপলোড টাইম : ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬

সমীকরণ ডেস্ক: অবশেষে মিলল সবুজ সংকেত। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন শেষে ইংল্যান্ড গিয়ে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড নিরাপত্তা প্রতিনিধি দল। ফলে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হোম সিরিজে আর কোনো বাধা থাকলো না। গুলশান হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দেখা দেওয়া শঙ্কার অবসান হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ আসেন ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেজ ডিকাসন,ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল। তারা ইংল্যান্ডে ফিরে জানান, বাংলাদেশ সরকার যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তাতে সফর নিরাপদ হবে। বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুক, ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যানসহ ক্রিকেটারদের ঝুঁকির মূল্যায়ন ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন ডিকাসন। সেখানে ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সঙ্গে উপস্থিত ছিলেন কার ও লেথারডেলও। সভার পর স্ট্রাউস বলেন, ‘বাংলাদেশে ইংল্যান্ডের সফর পরিকল্পনা অনুযায়ী এগোবে।’ সাবেক অধিনায়ক স্ট্রাউস জানান, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের নিরাপত্তা সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ঝুঁকির একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পেয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের খুব ভালো ধারণা রয়েছে। নিরাপত্তা প্রতিশ্রুতি সম্পর্কে তাদের সবকিছুই বলা হয়েছে। তিনি বলেন, ‘আমরা একটি উন্মুক্ত আলোচনায় খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারা প্রচুর প্রশ্ন করেছেন। গ্রীষ্মের আন্তর্জাতিক ম্যাচগুলোর পর সফরের দল ঠিক করা হবে।’ আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ক্রিকইনফো