সদর হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধনকালে হুইপ ছেলুন
- আপলোড টাইম : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৪৭৮ বার পড়া হয়েছে
স্বাস্থ্য খাতে এত উন্নয়ন অন্য সরকারের আমলে হয়নি
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালেম দেশের স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে, তা আগে কখনও হয়নি বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গার-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইফ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি আরো বলেন, আমাদের সরকারের মেয়াদে সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে এত উন্নয়ন আর কোনও সরকার করেনি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ ছেলুন এমপি। এ সময় তিনি ফিতা কেটে সদর হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করেন। পরে তিনি নিজ হাত এক্স-রের মাধ্যমে ডিজিটাল এক্স-রে মেশিনটির কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়ায়াঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম, হাসপাতালের (আরএমও) শামীম কবির, চুয়াডাঙ্গা সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জোয়ার্দ্দার দুলু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিলসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।