
নিজস্ব প্রতিবেদক: গত ০৮/০৮/২০১৬ ইং তারিখ রোজ সোমবার বিকেল ৫.৩০ মি: সদর উপজেলা ইউএনও সাহেবের অফিস কক্ষে এই ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। গত ২৯ শে জুলাই আন্তর্জাতিক সামিট ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। দু দিনরে এ প্রোগ্রামটির উদ্ধোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যান সংস্থার জেলা শাখার সভাপ্রতি কর্পো (অব:) মো: শহিদুল ইসলাম সাধারন সম্পাদক সার্জেন (অব:) মো: গোলাম মেহেদী উপদেষ্টা মন্ডলীর সদস্য মা:ওয়া: অফি:(অব:) বীর মুক্তিযোদ্ধা মো:আ: লতিফ মা: ওয়া: অফি:(অব:) আল কাউছার (বিমান) সি:ওয়া: অফি:(অব:) বীর মুক্তিযোদ্ধা মো: তানজিল আহম্মেদ পেটি অফি: (অব:) মো: আনসারুল কাদীর সি: সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাজেন্ট (অব:) হাজি ইসমাইল জেলা কমিটির কোষাদক্ষ সার্জেন (অব:) মো: আ: রহমান সার্জেন্ট (অব:) বীর মুক্তিযোদ্ধা মো: মোসলেম উদ্দিন সাজের্ন্ট (অব:) সাইদুর রহমান সাজের্ন্ট (অব:) মো: হাবিবুর রহমান সাজের্ন্ট (অব:) মো: রফিকুল ইসলাম প্রমুখ।