
সমীকরণ ডেস্ক: আইন প্রণয়ণের সময় সঠিকভাবে করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে প্রথিতযশা আইনজীবী মাহমুদুল ইসলামের স্মরণসভায় এ আহ্বান জানান তিনি। মাহমুদুল ইসলাম স্মরণসভা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সংসদ সদসদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা (সংসদ সদস্যরা) যখন ত্রুটিপূর্ণ কিছু আইন করেন, তখন কিন্তু আমাদের ওপর প্রেশার পড়ে যায়। এজন্য আইন ডখন করবেন, তখন আইনগুলো যেন সঠিকভাবে হয়, যেন বিচার বিভাগের ওপর চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’ এসময় প্রশাসনের প্রতি হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসনে যারা আছেন, তারা যেন তাদের যে পরিধি আছে, তার বাইরে হস্তক্ষেপ না করেন। এতে বিচার বিভাগের ওপর চাপ পড়ে যাবে।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল-হক, এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন।