ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

সজিব হত্যার প্রতিবাদে দামুড়হুদায় আজ মানববন্ধন কর্মসূচী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬
  • / ৪২৮ বার পড়া হয়েছে

cwtwfg

বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুুড়হুদা শহরের ব্রীজমোড়ের চাঞ্চল্যকর মেধাবী স্কুল ছাত্র সজিব হত্যার প্রতিবাদ অব্যাহত রয়েছে। আজও দামুড়হুদায় সজিব হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। তবে সজিব অপহরণের ৯ মাস আগে পূর্ববাংলার রানা বাবুর পরিচয় দিয়ে ৫ লাখ টাকার চাঁদা দাবী করে সজিবের মায়ের কাছে একটি এসএমএস আসে। ঐ এসএমএস এ-লেখা ছিল, আপনার এক মাত্র ছেলে সজিবকে যদি বাঁচাতে চান তাহলে আমাদেরকে ৫ লাখ টাকা দিয়ে দেবেন। সজিবের মা বা বোন কেউ রাজি হয়নি ঐ টাকা দিতে। এই ঘটনার পরেই সজিব অপহরণ ও হত্যার শিকার হয়।
অপহরণের বিষয়টি র‌্যাব গোচোরে নিলে, চুয়াডাঙ্গার সিএন্ডবিপাড়ায় রাকিব মেম্বরের লাইট করাখানা ও রাকিবের শ্বশুর কোরবান আলীর বাড়ীর সেফটি ট্যাংক থেকে সজিবের গলিত লাশ উদ্ধার করে র‌্যাব। বাড়ীর মালিক হওয়ায় বাপবেটাকে আটক করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এদিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর মেজর মনির আহম্মেদ  বলেন, তারা অতি শিগগিরই সজিব হত্যার সাথে জড়িত এবং প্রকৃত আপরাধীদেরকে আটকের চেষ্টা করছে। দামুড়হদা থানা পুলিশের মন্তব্য সজিব হত্যাকারীদেরকে আটক করার জন্য অভিযান অব্যহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সজিব হত্যার প্রতিবাদে দামুড়হুদায় আজ মানববন্ধন কর্মসূচী

আপলোড টাইম : ০১:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬

cwtwfg

বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুুড়হুদা শহরের ব্রীজমোড়ের চাঞ্চল্যকর মেধাবী স্কুল ছাত্র সজিব হত্যার প্রতিবাদ অব্যাহত রয়েছে। আজও দামুড়হুদায় সজিব হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। তবে সজিব অপহরণের ৯ মাস আগে পূর্ববাংলার রানা বাবুর পরিচয় দিয়ে ৫ লাখ টাকার চাঁদা দাবী করে সজিবের মায়ের কাছে একটি এসএমএস আসে। ঐ এসএমএস এ-লেখা ছিল, আপনার এক মাত্র ছেলে সজিবকে যদি বাঁচাতে চান তাহলে আমাদেরকে ৫ লাখ টাকা দিয়ে দেবেন। সজিবের মা বা বোন কেউ রাজি হয়নি ঐ টাকা দিতে। এই ঘটনার পরেই সজিব অপহরণ ও হত্যার শিকার হয়।
অপহরণের বিষয়টি র‌্যাব গোচোরে নিলে, চুয়াডাঙ্গার সিএন্ডবিপাড়ায় রাকিব মেম্বরের লাইট করাখানা ও রাকিবের শ্বশুর কোরবান আলীর বাড়ীর সেফটি ট্যাংক থেকে সজিবের গলিত লাশ উদ্ধার করে র‌্যাব। বাড়ীর মালিক হওয়ায় বাপবেটাকে আটক করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এদিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর মেজর মনির আহম্মেদ  বলেন, তারা অতি শিগগিরই সজিব হত্যার সাথে জড়িত এবং প্রকৃত আপরাধীদেরকে আটকের চেষ্টা করছে। দামুড়হদা থানা পুলিশের মন্তব্য সজিব হত্যাকারীদেরকে আটক করার জন্য অভিযান অব্যহত রয়েছে।