সকালের ভাইরাস বেশি বিপজ্জনক

Morning Virus

স্বাস্থ্য ডেস্ক: ভাইরাস সব সময়ই বিপজ্জনক। কিন্তু সকালের ভাইরাস আক্রমণ করলে হয়ে ওঠে অধিকতর বিপজ্জনক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষার বরাত দিয়ে পিএনএএ প্রকাশিত নিবন্ধে বলা হয়, ভাইরাস সকালে আক্রমণ করলে ১০ গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। প্রাণী দেহের ওপর গবেষণা চালিয়ে দেখা যায় যে, দেহঘড়ির কর্মকা-ব্যাহত হলে শরীর দুর্বল হয়ে পড়ে। আর তখনই শরীর হয়ে পড়ে অরক্ষিত, ফলে আক্রান্ত হতে পারে সংক্রামক ব্যাধিতে। সাধারণত জেট-ল্যাগ এবং কর্মক্ষেত্রে পালাবদলের সময় দেহঘড়ির কর্মকান্ড ব্যাহত হয়ে থাকে। গবেষকরা বলছেন, নতুন এই তথ্য পাওয়া যাওয়ায় মহামারী আকারে ভাইরাসের ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সম্ভব হবে। ভাইরাস আসলে জীবাণুর মতো নয়, এটি পুরোপুরি নির্ভর করে কোষের ভেতরের রোগপ্রতিরোধ শক্তি ছিনিয়ে নেওয়ার ওপর। আবার অনুরূপ শক্তি তৈরি করে রোগের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় এবং দেহঘড়ির সঙ্গে সঙ্গতি রেখে ২৪ ঘণ্টায় এই কোষগুলোর নাটকীয় পরিবর্তন ঘটে। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় যে, মাছির মাধ্যমে ছড়ানো ভাইরাস সন্ধ্যার চেয়ে সকালে ১০ গুণ বেশি শক্তিশালী হয়। গবেষকদের একজন প্রফেসর অখিলেস রেড্ডি বিবিসিকে বলেছেন, এটিই বড় ধরনের পার্থক্য রচনা করে দিচ্ছে। ভাইরাসকে কার্যকর করতে যা যা লাগে সময়মতো তার সবগুলোরই প্রয়োজন হয়, নইলে ভাইরাস ভালোভাবে কার্যকর হয় না। কিন্তু সকালে ভাইরাস আক্রমণ করলে তা সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থায়ী রূপ নিতে পারে। তিনি মনে করেন, নতুন এই তথ্য রোগটির ছড়িয়ে পড়া রোধে সহায়তা করতে পারে।