চুয়াডাঙ্গা শনিবার , ১ অক্টোবর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

সকল পস্তুতি সম্পন্ন গাংনীতে ১৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে

সমীকরণ প্রতিবেদন
অক্টোবর ১, ২০১৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

SAM_3156

গাংনী অফিস: গাংনী উপজেলায় এবার ১৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা সূষ্টোভাবে উদযাপনে প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব গুলো পূজা মন্ডপকে সমান গুরুত্ব দিয়ে পুলিশ কড়া নজরদারী করবে। প্রশাসন সুত্রে জানা গেছে, সরকারী সহযোগিতা হিসেবে প্রতিটি পূজা মন্ডপে আধা মেট্রীক টন করে চাউল দেওয়া হয়েছে। এর আগে পূজা উদযাপন কমিটির সাথে আইন শৃংখলা বিষয় নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। গাংনী উপজেলা পূজা উদযান কমিটির সভাপতি শ্রী ধীরেন দাস জানান, পূঝা শুরু হয়েছে। আমাদের সব ধরনের সহযোগিতা করছে পুলিশ প্রশাসন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, দূর্গা উৎসবককে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মন্ডপে আনসার, পুলিশসহ র‌্যাবের টহল দল দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।