চুয়াডাঙ্গা সোমবার , ২০ নভেম্বর ২০২৩

শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীদের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন এসপি আব্দুল্লাহ্ আল-মামুন

নিউজ রুমঃ
নভেম্বর ২০, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদক:
ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সেই গাড়িকে ফুলের রশি দিয়ে টেনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনকে বিদায় জানিয়েছেন পুলিশ সদস্যরা। গতকাল রোববার বেলা দুইটায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন পুলিশ লাইন্স ছেড়েছেন। এসময় পুলিশ সদস্যরা এসপিকে বহনকারী ফুল দিয়ে সজ্জিত গাড়িটি ফুল দিয়ে সাজানো দুটি রশি বেঁধে টেনে রাস্তায় তুলে দেন। এর আগে বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে এসপি আব্দুল্লাহ আল-মামুনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা থেকে নৌ পুলিশে বদলির আদেশপ্রাপ্ত হন তিনি।

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

বিদায় বেলায় বদলিজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক পুলিশ সুপার হিসেবে আলোচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।