ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় অটোভ্যানসহ জিহাদ হোসেন (১২) নামের এক শিশু চালক নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু জিহাদ হোসেন ঝিনাইদহের ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় জিহাদ হোসেন নিজ বাড়ি হতে শেখপাড়া বাজারের যাওয়ার উদ্দেশ্যে অটোভ্যান নিয়ে রওনা হয়। পরবর্তীতে আর সে বাড়ি ফিরে না আসায় পরিবারে আতঙ্ক সৃষ্টি হয়। তারা সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ শুরু করে। কিন্তু কোথাও না পেয়ে গতকাল শনিবার শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি করেন।
রামচন্দ্রপুর পুলিশ-ফাঁড়ির ইনচার্জ এস আই শামিম জানান, শৈলকূপা থানার ৪৪৯ নম্বর নাম্বারে জিডিটি লেখা হয়েছে। জিডি নিয়েছেন এ এস আই রিতা। আমরা শিশুটির সন্ধানে তাৎক্ষনিক থানা ও ফাঁড়ির সকল পুলিশ কাজ শুরু করেছি।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত