ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় হাসিনা বেগম নামে এক মহিলার জমি জবরদখল করতে গিয়ে স্থানীয় নির্বাচন কমিশনের কর্মচারী রাশেদ শেখ আটক হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আসামী করে জমির মালিক হাসিনা বেগম শৈলকুপা থানায় একটি অভিযোগ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন, কবিরপুর গ্রামের আক্কাচ আলীর ছেলে সাজ্জাদ হোসেন, হাবিবুর রহমান গাজীর ছেলে রাজিব শেখ ও তার ভাই শৈলকুপা নির্বাচন কমিশনে কর্মরত রাশেদ শেখ এবং সাজ্জাদের স্ত্রী রাশিদা বেগম। হাসিনা বেগম জানান, শুক্রবার সকালে আসামী রাশেদকে থানায় ধরে এনেছে এস,আই সঞ্জয় কুমার মন্ডল। ভূমিদস্যূ রাশেদ তাকে ও তার বোন শাহিদা বেগমকে মারধর করেন। খোজ নিয়ে জানা যায়, রাশেদ শৈলকুপা উপজেলা নির্বাচন কমিশন কমিশনে কর্মরত আছেন। এছাড়াও এলাকায় তার বিরুদ্ধে মদ খেয়ে মাতলামী ও নারী কেলেংকারীরও অনেক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর প্রশ্ন এমন চরিত্রহীন মাতাল ব্যক্তি নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কি ভাবে চাকরী করেন? এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, রাশেদ আমাদের রেভিনিউ ভূক্ত কর্মচারী না, সে আউট সোসির্ং প্রতিষ্ঠানের মাধ্যমে মাস্টার রোলে শৈলকুপা উপজেলা নির্বাচন কমিশনে কর্মরত রয়েছেন। অভিযোগ পাওয়া গেছে, গত ১লা আগষ্ট বিকালে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কবিরপুর নতুন ব্রীজের দক্ষিন পার্শ্বে অবস্থিত হাসিনা খাতুনের নিজ নামীয় ৭ শতক জমিতে ঘর নির্মাণ করে জবরদখল করে নেয় স্থানীয় ভূমিদস্যূ সাজ্জাদ, রাজিব, রাশেদ ও রাশিদা। এসময় জমির মালিক হাসিনা বেগম ও তার বোন শাহিদা বেগম জমি দখলে বাধা দিলে হত্যার উদ্দেশ্যে তাদেরকে লোহার রড, রামদা, চাইনিজ কুড়াল, সাবল ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে ভূমিদস্যূরা। এসময় তাদের কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ভূমিদস্যূরা। পরে স্থানীয়রা আহত হাসিনা ও তার বোন শাহিদাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। এদিকে শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি অস্বীকার করে বলেন, জমি দখলের বিষয়টি মিমাংশার উদ্দেশ্যে রাশেদ নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
সর্বশেষ আপডেট
শাহরিয়ার কবিরের মেয়ে সাফার লাশ উদ্ধার
সমীকরণ ডেস্ক:
বাংলাদেশি লেখক, সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে...
ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হতে পরামর্শ রাষ্ট্রপতির
সমীকরণ প্রতিবেদন:
জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় সে লক্ষ্যে বিচার বিভাগকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। প্রধান বিচারপতি হাসান...
ডলার ক্রাইসিসের ছায়া আরও দীর্ঘ হচ্ছে
সমীকরণ প্রতিবেদন:
দেশে দীর্ঘদিন ধরেই ডলারের সংকট চলছে। মাঝে সামান্য কিছুটা স্থিতিশীল হলেও বর্তমানে ডলারের সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমান্বয়ে হ্রাস...
সুষ্ঠু নির্বাচন আয়োজনে একগুচ্ছ সিদ্ধান্ত ইসির
সমীকরণ প্রতিবেদন:
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপগুলো সংসদে তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু,...
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৭ আগস্ট
সমীকরণ প্রতিবেদন:
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর...