শৈলকুপায় ট্রাকচাপায় গ্রাম পুলিশ নিহত

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় সিদ্দিক বিশ^াস (৭০) নামে সাবেক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার নাগিরহাট-হাটফাজিলপুর সড়কের মকরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান নাগিরহাট গ্রামের জজ আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নাগিরহাট গ্রাম থেকে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী সিদ্দিকুর রহমানকে চাপা দিলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হাটফাজিলপুর পুলিশ ফাঁড়ির এএসআই আনিসুর রহমান জানান, ট্রাকচাপায় সিদ্দিক হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।