শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করছেন

চুয়াডাঙ্গায় আরসিসি রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গাতেও ইতিমধ্যে আমার পরিষদের মাধ্যমে ১০১ কোটি টাকার টেন্ডার হয়েছে। তার মধ্যে বেশ কিছু কাজ শেষ হয়েছে এবং কিছু কাজ চলমান। আরও নতুন কাজ আসছে। যেগুলো অচিরেই টেন্ডার হবে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের এই রাস্তাটিতে জলাবদ্ধতা ছিল। অনেক সমস্যা ছিল। অল্প পানিতেই ডুবে যেত। রাস্তাগুলোর অনেক দুর্দশা ছিল। প্রচুর কাঁদা হতো। সেগুলো এখন নতুন হচ্ছে। আপনারা দেখতে পারছেন কাজের মান অনেক ভালো। আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক কাজ হয়। আমরা তো কাজের মান বুঝে নিবোই। আপনাদেরও বুঝে নিতে হবে।’
গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবিপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণের ঢালাই কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘পৌর মেয়র হিসেবে জিপু চৌধুরী যেভাবে সেবা দিচ্ছেন, তা অসাধারণ। প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে নিজে তদারকি করা আবার সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কাজের তদারকি, আর কোনো পৌরসভায় নেই। আমি তাঁকে ব্যক্তিগতভাবে যেটুকু চিনি আর তিনি যেভাবে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি চুয়াডাঙ্গাবাসী ভাগ্যবান। এরকম কর্মঠ, পরিশ্রমী ও সৎ পৌর পিতা পেয়েছেন তাঁরা।’
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মিলন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন মিলন, স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুর রাজ্জাক, ইমরান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, স্থানীয় বাসিন্দা ওমর আলী, কলম, আনসার, ফরিদ, ফারুক প্রমুখ।