“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” স্লোগানে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহ সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত
- আপলোড টাইম : ১০:০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৬৩ বার পড়া হয়েছে
৩০ সেপ্টেম্বরের পরে অটোবাইক চার্জ স্টেশনের ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
ডেস্ক রিপোর্ট: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- বিদ্যুৎ উৎপাদনের চলমান গতি অব্যহত রাখার মাধ্যমে আমাদের রূপকল্প-২০২১ অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারব। ইতিমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। জীবননগর উপজেলাও শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। অচিরেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে আমাদের সরকার নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চালাচ্ছে। বাসাবাড়িসহ সর্বত্র অহেতুক বিদ্যুৎ ও গ্যাস অপচয় না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ‘বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন যেমন ব্যয়বহুল তেমনি সময়সাপেক্ষ। তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে হবে। এসময় তিনি আরো বলেন, যারা অবৈধভাবে বাসাবাড়িতে বিনাঅনুমতিতে অটোবাইক চার্জ দেন বা চার্জের ব্যবসা শুরু করেছেন এর বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে। আগামি ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনারা হয় সরকারি অনুমতি নিয়ে অটোবাইক চার্জ স্টেশনের ব্যবসা শুরু করুন অথবা অনুমতি আছে এমন স্টেশনে চার্জ দেন। বিনা অনুমতিতে অটোবাইক চার্জের ব্যবসা করা যাবে না। আগামি ৩০ সেপ্টেম্বরের পরে এর জন্য আইন অনুযায়ি কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিদ্যুত বিভাগের নির্বাহি প্রকৌশলী মো. সবুক্ত গীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। এসময় বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ-২০১৮ পালন করা হয়েছে। জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমূখ।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করাসহ শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এখন আর ঘন ঘন লোডশেডিং হয় না। তিনি বলেন আমরা এখন চাহিদা মোতাবেক বিদ্যুৎ দিতে পারছি। যে কারনে দেশে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশে এখন আর আগের মত বিদ্যুৎ এর লোডশেডিং হয়না। যে কারনে মানুষের কষ্ট অনেক কমে গেছে। তিনি বলেন আমরা চাই বিদ্যুৎ নিয়ে মানুষ যেন আর কষ্টের মধ্যে না পড়ে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম. রেজাউল করিম, এজিএম কাজী আয়শা সিদ্দিকা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ইন্সপেক্টর ওবাইদুর রহমান প্রমূখ। পরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে সেরা গ্রাহক হিসাবে আমঝুপির বিশিষ্ট মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সেরা ব্যানিজিক গ্রাহক হিসাবে সঞ্জীত কুমার সাহা, শিলা ফয়সাল হোসেনকে সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। রং বেরংয়ের গেঞ্জি পরে র্যালিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী আলতাফ হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ কুমার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রমূখ। এসময় বক্তারা, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান জানান। পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী আলতাফ হোসেন আলোচনা সভায় জানান, সারা জেলায় ৩ লাখ ৩২ হাজার গ্রাহক পল্লী বিদ্যুতের গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। সমিতির কর্মীদের প্রচেষ্টায় ঝিনাইদহ পবিসের সিস্টেম লস ১৫.২২ থেকে কমে এখন ১১.২৭ তে নেমে এসেছে।