শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মনোনীত সদস্য জোয়ার্দ্দার, মো. রকিবুল ইসলাম, ফিরোজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুব সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস মিলন প্রমুখ। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে সকাল ৯টায় এ অ্যাথলেটিকস প্রতিযোগিতার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে খেলাধুলা শুরু হবে। বর্ণাঢ্য আয়োজনে সকাল চুয়াডাঙ্গার ৪ উপজেলা দলের সকল অ্যাথলেটদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও অ্যাথলেটিকস পতাকা, চার উপজেলার পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ৩২টি ইভেন্টের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হয়েছে শুধুমাত্র তারাই জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।