ঝিনাইদহ অফিস: জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে এ ম্যাচের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, মফিজুর রহমান আকাশ, গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুমসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা শুরু হয়। প্রতিযোগিতায় ওই বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ের খেলায় ২-১ গোলে প্রভাতী শিফটকে পরাজিত করে দিবা শাখার খেলোয়াড়রা বিজয় লাভ করে। খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।