সমীকরণ প্রতিবেদন:
আমাদের জাতীয় জীবনে হাতে গোনা যে কয়েকটি পার্বন গোটা জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে পালন করে, বর্ষবরণ তাদের মধ্যে অন্যতম। মোঘল সম্রাট জালাল উদ্দিন আকবরের আমল থেকেই মূলত আমরা বংশ পরমপরায় এটা পালন করে আসছি। আমাদের সমাজ রীতি ও অর্থনীতিতে এর একটা দারুণ প্রভাবও রয়েছে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে বাঙালি যখন কার্যত লকডাউন পালন করছে, তখন রমনা বটমূল, মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, বাহারি শাড়ি-পাঞ্জাবি, আলপনা এসব কিছুই যখন সম্ভব হচ্ছে না, ঠিক তখনই অভিনব পন্থায় বর্ষবরণের আয়োজন করেছে সুপরিচিত গহনা প্রস্তুত, বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। গৃহবন্দী মানুষজনকে অনলাইন প্লাটফর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও করোনা মোকাবিলায় ফান্ড গঠনে এবারে থাকছে তাদের বিশেষ আয়োজন ‘ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন বর্ষবরণ-১৪২৭’। এ আয়োজনে থাকছে সব হীরার গহনায় ৩৫% ছাড়, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে এবারই প্রথম। এছাড়াও ক্রেতাগণ চাইলে নিজের পছন্দের গহনাটি বুকিংও দিতে পারবেন। আর এসবই গ্রাহককে করতে হবে অনলাইনে। পেমেন্ট করা যাবে বিকাশে বা যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে। বর্ষবরণে এই আয়োজনটি শেষ হবে ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে।
