শুনছে কি রাজায়?
—– এম এ মামুন
ওরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি
জনগণের উঠছে নাভিশ্বাস,
তার উপরে গ্যাস-বিদ্যুতের
দাম বাড়ানোর আভাস!
আর কিসে যে মূল্য বাড়াবে
হাওয়া নাকি জলের,
আর কতদিন চলবে এমন
মূল্য কমাও তেলের।
মধ্যম আয়ের বাংলাদেশে
আমজনতাই কয়,
বাড়তে বাড়তে বাড়ার গতি
ঠেকবে যে কোথায়।
প্রবাদ আছে বাড়লে বেশি
ঝড়ে ভেঙে যায়,
গরিব দুঃখীর মনের খবর
শুনছে কি রাজায়?
খবরঃ (এবার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর তৎপরতা)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।