চুয়াডাঙ্গা রবিবার , ১৪ নভেম্বর ২০২১

শীতবস্ত্র বিতরণকালে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর ১৪, ২০২১ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় শংকরচন্দ্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সেলিনা খাতুনের বাসভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলিজা খাতুন ও জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, সাংস্কৃতিক সম্পাদক শোভা খাতুন। এছাড়া আরো উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন যুব মহিলা লীগ নেত্রী শাহানাজ, আয়েশা, শাহীনূর, পারুলা প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা পারভীন বলেন, ‘নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই আমাদের কাজ। বিত্তবান মানুষ শীতবস্ত্র ব্যবহার করে পরিত্রাণ পেলেও দরিদ্র লোকেরা শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দিনাতিপাত করে। তাই দুঃখ-কষ্টে-অনাহারে ও অর্ধাহারে দিনযাপন করা মানুষের পাশে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ সবসময় আছে এবং থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।