
জীবননগর অফিস:
জীবননগরে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাতটার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর আখ সেন্টারের সামনে কয়েকটি কাক লাশটি ছিড়ে খাওয়ার সময় স্থানীয়দের চোখে পড়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জীবননগর-দর্শনা মহাসড়কের পাশে মনোহরপুর আখ সেন্টারের সামনে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই সময় কয়েকটি কাক শিশুটিকে ছিড়ে খাচ্ছিল। পরে তারা জীবননগর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন করা হয়।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশটি ক্ষত-বিক্ষত হওয়ায় নারী না পুরুষ শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, জন্মের পরই কেউ শিশুটিকে ফেলে গেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনাস্থল থেকে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।