বিনোদন প্রতিবেদন: পর্দার বাইরে ব্যক্তিজীবনেও দারুণ বন্ধুত্ব ফেরদৌস ও পূর্ণিমার মধ্যে। দীর্ঘদিন তারা কাজও করেন একসঙ্গে। তাদের অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। কিছুদিন আগে নতুন একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ‘আহারে জীবন’। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এটি নির্মাণ করছেন ছটকু আহমেদ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির সিনেমাটির কাজ শুরু হবে। এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আজ থেকে পঁচিশ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা বুকের ভেতর আগুন-এ অভিনয় করেছিলাম। দীর্ঘ বিরতির পর তার সিনেমায় কাজ করছি। বিষয়টি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত।’ পূর্ণিমা বলেন, ‘ফেরদৌস এবং ছটকু ভাইয়ের আগ্রহেই মূলত এ সিনেমায় অভিনয় করা।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।