
মেহেরপুর অফিস: প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক-এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও মূল্যয়ন পরিচালক সাবের হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। অনুষ্ঠানে শিক্ষা অফিসের কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার মান উন্নয়নে মতামত প্রকাশ করেন।