সাভারের শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের মূল আসামি আশরাফুল ইসলাম জিতুকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, র্যাবের গোয়েন্দা শাখা, র্যাব-৪ সহ একাধিক টিম জিতুকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে তাকে বুধবার সন্ধ্যা ৭টায় গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।