ইপেপার । আজ সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

শিক্ষক আফসার উদ্দিনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • / ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আফসার উদ্দিন (বাদল স্যার)- এঁর দাফন কার্য সম্পন্ন হয়ছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের রেলস্টশস সংলগ্ন জান্নাতুল মাওলা জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হয়। তাঁর জানাজা ও দাফন কার্যে আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশী, ছাত্রসহ শত শত মানুষ অংশ নেন। এরআগে গত শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সংবাদ দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবার সূত্র জানায়, শিক্ষক আফসার উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঢাকার পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাঁকে হাসপাতালের ‘এইচডিইউ’ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শিক্ষক আফসার উদ্দিনের দাফন সম্পন্ন

আপলোড টাইম : ১১:৪৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আফসার উদ্দিন (বাদল স্যার)- এঁর দাফন কার্য সম্পন্ন হয়ছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের রেলস্টশস সংলগ্ন জান্নাতুল মাওলা জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হয়। তাঁর জানাজা ও দাফন কার্যে আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশী, ছাত্রসহ শত শত মানুষ অংশ নেন। এরআগে গত শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সংবাদ দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবার সূত্র জানায়, শিক্ষক আফসার উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঢাকার পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাঁকে হাসপাতালের ‘এইচডিইউ’ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।