শাহ আলম আলোর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা আত্মবিশ্বাসের আইটি অফিসার চুয়াডাঙ্গা শহরের পরিচিত মূখ শাহ আলম আলোর সুস্থ্যতা কামনায় তার পরিবারের সদস্যরা গত সোমবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে শাহ আলম আলোর সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে আত্মবিশ্বাসের বিভিন্ন পর্য়ায়ের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো। উলে¬খ্য, আত্মবিশ্বাসের অফিসিয়াল কাজে শাহ আলম আলো ঢাকায় যান। গত ২৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে অফিসের কাজ সেরে আত্মবিশ্বাসের ঢাকা অফিসে ফেরার পথে ঢাকা মিরপুর লিংক রোডে মোটরসাইকেল দূর্ঘটনা শিকার হন। দূর্ঘটনায় শাহ আলম আলোর মুখমন্ডলের বিভিন অংশ ছিড়ে যায় এবং ডান পা ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে চুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্সযোগে ফিরে সদর হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসক ৬ সপ্তাহ একটানা বেড রেস্ট দিয়েছেন। তবে চিকিৎসক পুরো সুস্থ্য হতে ৪ থেকে ৫ মাস লাগতে পারে বলে জানায়। শাহ আলম আলো সকলের কাছে সুস্থ্যতা কামনা করেছেন।