প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর সাপ্তাহিক হাট-বাজার নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় শাহাপুর পুলিশ ক্যাম্প চত্বরে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষে এক সালিশ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শালিস সভায় বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মুনিম লিংকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, জীবননগর থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জামান তুহিন, শাহাপুর পুলিশ ক্যাম্পের নবগত ইনচার্জ এসআই জমির উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বাহাউদ্দীন ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মহাসিন আলী।
