প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শাহাপুর-সাফদারপুর সড়কে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোলায়মান হোসেন, টু-আইসি এএসআই হাবিবুর রহমান হাবিব ফোর্স নিয়ে রাস্তায় চেকপোস্ট বসিয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগরের আন্দুলবাড়ীয়ার শাহাপুর-সাফদারপুর সড়কের মাঝামাঝি ঘুগরাগাছি তাঁতির পুকুরপাড় নামক স্থানে একটি পাখিভ্যানের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৯ বোতল ও শিউলী খাতুনের দেহ তল্লাশি করে ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মণ্ডলের মেয়ে এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী শিউলী খাতুন (৪৫) ও একই গ্রামের মৃত রজব আলীর ছেলে পাখিভ্যান চালক ফজলু আহম্মেদ (৫২)। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল বুধবার সকালেই জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
