শহীদ টগর স্মৃতিস্তম্ভ রক্ষা কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পারকুলা আবাসনের পাশে শহীদ টগর স্মৃতিস্তম্ভ রক্ষা কমিটির উদ্যোগে মিরপুর ও আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, আলমডাঙ্গা পারকুলা আবাসনের পাশে শহীদ টগর স্মৃতিস্তম্ভের পাশে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুকচা গ্রামের মৃত আফসার আলী মণ্ডলের ছেলে আবু বক্কর মটর একটি ঘর নির্মাণ করেন। এতে করে শহীদ টগর স্মৃতিস্তম্ভটির পাশে সরকার প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে একটি মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলার কথা। কিন্তু শহীদ টগরের স্মৃতিস্তম্ভের পিছনে সরকারি জায়গায় মটর আলী দোকান ঘর নির্মাণ করায় জায়গার অভাবে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা সম্ভব হবে না। এ বিষয়ে গতকাল এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গার সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নুর মোহাম্মদ জকু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযেদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনদ্দিন, মিরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসকার আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রনজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সেলিম উদ্দিন প্রমুখ।