
সমীকরণ প্রতিবেদন:
‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/সেই থেকে শুরু/সেই থেকে শুরু দিন বদলের পালা।’ প্রকৃত অর্থেই বাঙালি জাতির দিন বদলের পালা শুরু হয়েছিল যে দিন, সে দিন অমর একুশ। আত্মবলিদানের মহিমায় ভাস্বর চির প্রেরণার এই দিবসটি যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করেছে বাঙালি জাতি। ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষের ঢল নেমেছিল শহিদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠেছিল বাঙালির শোক আর অহঙ্কারের এই মিনার। অমর একুশে উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চুয়াডাঙ্গা:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, প্রভাতফেরি, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠান, হামদ-নাত, সংগীত, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চুয়াডাঙ্গা সিভিল ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। রাতে ঘণ্টাব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রভাতফেরি সহকারে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রভাতফেরি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমি। বাদ যোহর জেলার সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
চুয়াডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ডিসি সাহিত্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলনই আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সূচনা করে। এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরষ্কার আসে এই বাংলা ভাষার ওপরেই। আমাদের বাংলা ভাষাকে আরও এগিয়ে নিতে আমাদের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদের চর্চা করতে হবে। বাংলা ভাষার অনেক শব্দ আমরা হারিয়ে ফেলছি। উন্নত দেশের ভালো বেতনে চাকরির আশায় আমরা সেই দেশের ভাষাকে রপ্ত করে বাংলা ভাষাকে পিছনের দিকে ছুড়ে ফেলছি। মাতৃভাষার অধিকার আদায়ের জন্য যারা শহিদ হয়েছেন, তাদেরকে সম্মান জানাতে হবে।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভার শুরুতে মাতৃভাষা দিবস ও ভাষা সৈনিকদের ওপর স্মৃতিচারণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাওয়াদুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী লামইয়া তাসফিয়া রজনী। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলী দল। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি:
যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশেদ উদ্দিন আহমেদ চন্দন ও সাবেক সদস্য অ্যাড. বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহিদুর রহমান চন্দন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, যুবলীগ নেতা শেখ সেলিম, টুটুল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাল্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি সাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ছাত্র নেতা ফিরোজ জোয়ার্দ্দার, অয়ন জোয়ার্দ্দার, রাজু আহমেদ, সোয়েব রিগান, ইমদাদুল হক আকাশ, রিওন জোয়ার্দ্দারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাড. মানজার আলী জোয়ার্দ্দার হেলালের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন বারের সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী সাগর। সভায় বারের সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক তালিম হোসেন, সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হেমায়েত উল্লাহ বেল্টু, ক্রীড়াবিষয়ক সম্পাদক মাসুদুর রহমান রানা, মাসুদুর রহমান টিটন, হাসিবুল ইসলাম ইব্রাহিম মফিজুর রহমান, একরামুল হক প্রমুখ বক্তব্য দেন। এসময় জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রচনাকারী ২১ শে ফেব্রুয়ারি বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল চেতনার নাম। এদিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি ১৯৫২ সালের ভাষা শহিদ সালাম, বরকত, রফিক ও জব্বার এবং ভাষা সৈনিকদেরকে যাদের আত্মত্যাগে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করেছে। উচ্চ আদালতে বাংলা ভাষায় রায় ঘোষনা এখন সময়ের দাবি। সকলকে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে এবং নতুন প্রজন্ম ভিি চুয়াডাঙ্গার একুশে
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ভিবিডি চুয়াডাঙ্গা জেলা ভলেন্টিয়ার্স-এর উদ্যোগে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা ভলেন্টিয়ার্স-এর সদস্যরা সরকারি কলেজ চত্বরে আগত শিশু, কিশোরসহ সাধারণ মানুষের মুখে ও হাতে রঙ তুলি দিয়ে শহিদ মিনার, বাংলা বর্ণমালা এবং ভাষা আন্দলনের বিভিন্ন স্লোগান অঙ্কন করে দেয়। এতে অংশ নেন ভিবিডি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মুশফিকুর রহমানের নেতৃত্বে তাসরিফা রহমান, সাইফুল্লাহ আল সাদিক, সাদিয়া নূর, ফাহিম উদ্দিন, স্বর্ণ, জান্নাতুল নাঈম, স্বর্ণা, আকাশ এবং মালিহা।
সরোজগঞ্জ:
যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনে সরোজগঞ্জে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন করা হয়। সকাল সাড়ে ছয়টায় সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়, তেঁতুল শেখ কলেজ, আবুল হোসেন দাখিল মাদ্রাসা, আন নূর ইসলামী একাডেমি, সরোজগঞ্জ বেবি নার্সিং স্কুল, সরোজগঞ্জ বেবি চাইল কেয়ার হোম স্কুল, সরোজগঞ্জ শিশু নিকেতন স্কুল, সরোজগঞ্জ আইডিয়াল বেবি স্কুল, সরোজগঞ্জ সোনামণি বেবি স্কুলের শিক্ষাক শিক্ষার্থীরা শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়াও সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়, সাহেব নগর প্রাথমিক বিদ্যালয়, হাসানহাটি প্রাথমিক বিদ্যালয়, ভুলটিয়া প্রাথমিক বিদ্যালয়, বহালগাছি প্রাথমিক বিদ্যালয়, সুবদিয়া প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাতফেরি, শহিদ মিনারে পুষ্পাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলমডাঙ্গা:
আলমডঙ্গায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযাথ মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন করা হয়। সরকারি আয়োজনের বাইরেও জেলার বিভিন্ন আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের উদ্যোগে প্রভাতফেরি করা হয়। সকাল ৬টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর একে একে আলমডাঙ্গা সরকারি কলেজ, সরকারি উচ্চবিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ব্রাইট মডেল স্কুল, আল-ইকরা একাডেমি, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি স্কুল, এরশাদপুর সরকারি স্কুল, জেএন সরকারি স্কুল, কলেজিয়েট স্কুল। পরবর্তীতে সরকারি, আধাসরকারি সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া পরিচালনা করা হয়। সকাল সাড়ে সাড়ে ৭টায় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু। প্রধান অতিথি বলেন, ১৯৫২ সালে ভাষা সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বাঙালি জাতি চিরকাল ভাষা শহিদদের স্মরণ করবে। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি ও অতিরিক্ত কৃষি অফিসার রেহানা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসার কর্মকর্তা সোহেল রানা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ জোহা, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা ইন্সট্রাক্টর জামাল হোসোন, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সহকারী শিক্ষা অফিসার কামাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮টি গ্রুপর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
দর্শনা:
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দর্শনায় শহিদ ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় দর্শনা বঙ্গবন্ধু চত্বরে জাতীয়, দলীয় ও শোক পতাকা (অর্ধনমিত) উত্তোলন করা হয়। এরপর বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৮টায় দর্শনা পৌরসভার আয়োজনে দর্শনা বাজার মাঠে গণজমায়েত হয় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ। এরপর জাতীয় পতাকা ও শোক পতাকা (অর্ধনমিত) উত্তোলন করা হয়। সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন শেষে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল জলিল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটো, মামুন শাহ, যুবলীগ নেতা হীরণ, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, সহসভাপতি আশরাফুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, প্রভাত আলম, কামরুল হাসান লোমান, অপু সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ। পরবর্তীতে প্রভাতফেরি করে দর্শনা সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান করে। এরপর একে একে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সকল শ্রেণি-পেশার মানুষ ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে।
দর্শনা পৌর বিএনপির কর্মসূচি:
একুশে ফেব্রুয়ারি শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে দর্শনা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব দর্শনা পুরাতন বাজার সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত। প্রধান বক্তা ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির উদ্দীন খেদু, মহিদুল ইসলাম জোয়ার্দ্দার, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, জালাল উদ্দীন লিটনসহ দর্শনা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতারা।
এর পূর্বে সকাল সাড়ে আটটায় পুরাতন বাজার সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন নাহারুল ইসলাম মাস্টার। এদিকে দর্শনা থানা বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে বিকেল চারটায় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। প্রধান বক্তা ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরজ আলী, মহব্বত, শফি উল্লাহ, আসাবুল হক, আতিয়ার রহমান, জালাল উদ্দীন, নাসির উদ্দীন, জাকির হোসেন, লিয়ন ইসলামসহ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মজনু শাহ ও আসলাম উদ্দীন।
কার্পাসডাঙ্গা:
কার্পাসডাঙ্গায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এদিনে সকাল সাতটায় প্রভাতফেরি করে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও নিজস্ব উদ্যোগে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে পুষ্পমাল্য অর্পণ করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ।এরপর কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুনিয়া চাঁদপুর ছিদ্দীকিয়া দাখিল মাদ্রাসা, কার্পাসডাঙ্গা হাদীকাতুল দাখিল মাদ্রাসা, কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন এনজিও, বীমা, ব্যাংক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ ডিগ্রি কলেজ। এছাড়াও দিবসটি পালনে বুকে কালোব্যাজ ধারণ, ২১শের গান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা পিএএ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহ জালাল। প্রধান আলোচক ছিলেন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিল্ড অফিসার মো. মিজানুর রহমান। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।