– এম এ মামুন
কি যে ভাবে বাংলাদেশ নিয়ে
বিশ্ব ব্যাংকের কর্তা!
বীরের জাতি পেলে তোকে
লাথিয়ে বানাবে ভর্তা।
রক্ত আর সম্ভ্রম দিয়ে
উড়িয়েছি স্বাধীন পতাকা,
রোহিঙ্গাদের দেব ঠাই!
কি ভেবেছিস বোকা?
মাতব্বরির দিন শেষ রে
যতই দেখাও ভয়,
মায়ানমারের দালালরে তুই
হবে না তোর জয়।
নিজের ভূমি নিজের স্বপ্ন
তুই কোথার কি?
জোর করলেই ঋণ নেব না
বাঁচতে শিখেছি।
খবর: (রোহিঙ্গাদের বাংলাদেশে নাগরিকত্ব দিতে বিশ্ব ব্যাংকের চাপ)

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।