আলমডাঙ্গা অফিস:
লক্ষ্মীপুর জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদ মীমাংশা করে প্রশংসিত হয়েছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। গতকাল শনিবার তিনি দুই পক্ষ থেকে থানায় ডেকে আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষের মতামতের ভিত্তিতে লক্ষীপুর জামে মসজিদের নতুন কমিটি গঠন করে দেন। আর এতেই মিটে যায় সব সমস্যা। মসজিদ নিয়ে ভাগ হয়ে যাওয়া গ্রামবাসী আবার এক হয়ে যায়।
লক্ষ্মীপুর জামে মসজিদের মুয়াজ্জিন শামসুল ইসলাম জানান, ‘মসজিদের কোনো উন্নয়ন হচ্ছে না। যা সহযোগিতা পাওয়া যায়, সবই সভাপতির পকেটে যায়। সে কারণে গ্রামের মুসল্লিরা আগের কমিটি বিলুপ্ত করে দেয়। গত শুক্রবার নতুন কমিটি গঠন করা হলে সাবেক সভাপতি ও তার চাচাতো ভাই তা মেনে নিতে চান না। নির্বাচিত হতে না পেরে তাঁরা মসজিদ থেকে বের হয়ে যান। পরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।’
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, ‘এ সংবাদ পাওয়ার পর তিনি নিজে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বর্তমানে উভয়পক্ষ শান্ত আছে। গতকাল তাদের সকলের সমন্বয়ে বিষয়টি মীমাংশা করা হয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার লক্ষীপুর জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াসহ জখম হওয়ার ঘটনা ঘটে। এমনকি বিষয়টি মামলা পর্যন্ত গড়ালে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির এতে হস্তক্ষেপ করেন এবং বিবাদ মিটিয়ে দেন।