প্রতিবেদক, দামুড়হুদা:
সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে চলাচল করার অপরাধে দামুড়হুদায় ২৪ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ও বিজিবিে সহযোগিতায় দামুড়হুদা উপজেলার হাউলি বাস্তুপুর-রঘুনাথপুর-লোকনাথপুর, ডুগডুগি-জয়রামপুর-দামুড়হুদা-চিৎলা ও দর্শনাসহ বিভিন্ন গ্রামে লকডাউন বাস্তবায়ন তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। এসময় সরকারি বিধি নিষেধ অমান্য করে বাইরে চলাচল করার অপরাধে ও চিৎলা তেতুলতলা এলাকায় মাদক সেবন ও বিক্রি করার অভিযোগে ৩ জনকে ৩দিন করে কারাদণ্ড ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬ জনকে জরিমানাসহ সর্বমোট ১৩ টি মামলায় ২৪ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার এসআই গোকুলসহ পুলিশ ও বিজিবির সদস্যরা। এসময় ৩ জনকে জরিমানার অনাদায়ে ৩দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন- হাউলীর আব্দুর রহমান, হোগলডাঙ্গা গ্রামের এনামুল ও দামুড়হুদার সুমন।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত