সাইফুল ইসলাম, ডাকবাংলা:
ঝিনাইদহে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে অনেকটা বদলে গেছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে মাঝামাঝি অবস্থিত ডাকবাংলা ও ত্রিমহনী বাজারের চেহারা। ‘লকডাউন’ সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রধান সড়ক ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন সেনাবাহিনী, ডাকবাংলা ক্যাম্প পুলিশ ও গ্রাম-পুলিশ। রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়ছে না। গতকাল মঙ্গলবার চলতি লকডাউনের ৬ষ্ঠ দিনে এমন চিত্র দেখা গেছে ডাকবাংলা বাজার।
এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. লিটন হোসেন বলেন, সারা দেশে ন্যায় ডাকবাংলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা সাধারণ জনগনকে সচেতন করছি।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত