নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদের নেতৃত্বে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ১জন মহিলা ১জন পুরুষকে গ্রেফতারসহ ২২বোতল ফেন্সিডিল, ৫বোতল বিদেশী মদ ও নগদ ১৭,৬৭৫/- টাকা উদ্ধার করে। আটককৃতরা হলো দামুড়হুদা শান্তিপাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী মৃত ফারুক হোসেনের স্ত্রী জোসনা খাতুন(৪০) ও দর্শনা রামনগরের গোলজার হোসেনের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী শাহাবুল(৩২)। গতকালই তাদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করেছে র্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।