নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বাদুরগাছার বর্তমান ইউপি চেয়ারম্যানের বাড়ী থেকে ৩২১ বোতল ফেন্সিডিল, ১টি দেশী পাইপগান, ১টি দেশী রিভলবার, ৭৯৫ পিস ইয়াবা এবং নগদ ২,৫০,০০০/- টাকা উদ্ধার পূর্বক ৪জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৪টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ ও এএসপি উৎপল কুমার রায়ের নেতৃত্বে র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন বাদুরগাছার বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের বাড়ীর দ্বীতলা বিশিষ্ট বিল্ডিংয়ের নীচ তলা থেকে ধৃত আসামী মোঃ সোহান এর শয়ন কক্ষের ভিতর হতে সোহানসহ সাতক্ষীরা জেলার তালা থানার ভায়রা গ্রামের রওশন আলী মহালদারের ছেলে জামাল হোসেন(১৯), মোঃ সোহেল রানা(২৮), মোঃ সোহান(২৬), উভয় পিতা- পিতা-মোঃ আবুল কাশেম ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বাদুরগাছার সামসুল আলমের ছেলে মোঃ কনক আলীকে(১৮) গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৩২১ বোতল ফেন্সিডিল, ১টি দেশী পাইপগান, ১টি দেশী রিভলবার, ৭৯৫ পিস ইয়াবা এবং নগদ ২,৫০,০০০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীদেরকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক এর মামলা করা হবে বলে জানা গেছে।