সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন এলাকায় ৯০ পিচ ইয়াবাসহ ফয়সাল হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আনোয়ারপুর (হঠাৎপাড়া) থেকে তাকে আটক করে র্যাব। আটককৃত ফয়সাল দামুড়হুদা উপজেলা দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
র্যাব জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, (সিপিসি-২) ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আনোয়ারপুর (হঠাৎপাড়া) বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব আনোয়ারপুর(হঠাৎপাড়া) বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ পিচ ইয়াবাসহ ফয়সালকে আটক করে।এসময় তার কাছে থেকৈ ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।