রেললাইনে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বিপাকে ট্রেন চালক

1474112294

বিশ্ব ডেস্ক: জাপানের একটি রেললাইনের ওপর দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বিপাকে পড়েছে এক ট্রেন চালক। আর তার এই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন জাপানের সেই ট্রেন পরিচালনাকারী সংস্থা, জেআর ইস্ট। এএফপি প্রকাশিত খবরে জেআর ইস্টের বরাত দিয়ে বলা হয়, ওই চালক টয়লেটে গিয়ে সময় নষ্ট করতে চাননি। জাপানের রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেল এনএইচকে ও আসাহি শিম্বুন জানায়, সোমবার ট্রেনটি টোকিওর উত্তরপূর্বে অবস্থিত চিবার সাকুরা স্টেশনে থামলে ওই চালকের প্রস্রাবের বেগ পায়। তার বয়স ৫০ এর কোঠায়। আসাহি জানায়, এরপর তিনি কেবিনের দরজা খুলে রেললাইনের ওপরেই প্রকৃতির ডাকে সাড়া দেন। কারণ তিনি টয়লেটে গিয়ে সময় নষ্ট না করে নির্ধারিত সময়েই ট্রেনটি ছাড়তে চেয়েছিলেন। এনএইচকে জানায়, কোম্পানি এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে রিপোর্ট পেয়ে তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেট ব্যবহারের নির্দেশ দিয়েছে। চালকটিকে শাস্তি দেয়া হয়েছে কিনা তা জানান হয়নি। বাসস।