সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবক নারীদের বয়ঃসন্ধিকালে ঋতুস্রাবকালীন সচেতনতা বিষয়ক দুদিনের ওরিয়েন্টেশনে শেষে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে দুদিনের এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ ওরিয়েন্টেশনের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেডক্রস। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সেক্রেটারী শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. মোল্লা আব্দুর রশিদ ও ডা. তমান্নাজ তাসনিম বক্তব্য দেন। অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম ও খলিলুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডক্রিসেন্ট ইউনিট অফিসার গৌরচন্দ্র বিশ্বাস। দুই দিনব্যাপী ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিনে রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তমান্নাজ তাসনিম পারিবারিক সহায়তা, পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ে আলোচনা করেন। ওরিয়েন্টেশনে যুব স্বেচ্ছাসেবক জান্নাতুল নাঈমা, মোছা. জেরিন, মুশফিকা মেহনাজ, শরিফা খাতুন, শাবনুর খাতুন, কেয়া খাতুন, ছবি খাতুন, সিমলা খাতুন, শারমিন রিমি, সুবর্ণা খাতুন ও মাহিয়া জাবিন অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে সহযোগিতায় ছিলেন রেডক্রিসেন্ট যুব প্রধান জাহাঙ্গীর আলম ও উপযুব প্রধান বিপ্লব হোসেন।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত