
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলা হুদাপায়া রুইথনপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বিদ্যালয়ে উন্নয়নে ১০টি ফ্যান দেওয়ার পাশাপাশি সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড-এর চুয়াডাঙ্গা ও মেহেরপুর শাখার ডিজিএম নাজমুল হক, চিৎলা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূরুজ্জামান নাণ্টু ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রবিউল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন তোহিদুল ইসলাম ফকা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রবিউল হক ঝণ্টু, সাবেক স্কুল পরিচালনা কমিটি আব্দুুুল জলিল মোল্লা, আবু তালেব, আরিফ হোসেন মল্লিক, ইনতাজুল হক, বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি মোশারফ হোসেন খোকন, ইউসুফ মহুরী, আজগর আলী, আব্দুস ছাত্তার, মারিকুল ইসলাম, শারমিন খাতুন, বিদ্যালয়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাদুুুল হক, সিনিয়র শিক্ষক আব্দুুুল মালেক, শাহিন হোসেন, জাহাঙ্গীর আলম, আহসান আলী, সাজ্জাদুল ইসলাম, রহিমা বেগম, আরজুল্লাহ, ইউনুস আলী, ইউপি সদস্য সেলিনা খাতুন, রেহেনা খাতুন, মিরাজুল ইসলাম বেল্টু, নিজাম উদ্দিন, আনারুল ইসলাম প্রমুখ।