বিশ্ব প্রতিবেদন:
লুহানেস্ক প্রদেশের সেভেরোদোনেৎস্কের যুদ্ধের সম্মুখভাগ থেকে পিছিয়ে গেছে ইউক্রেনের সেনারা। রাশিয়া সেখানে বোমা হামলা করার পর ইউক্রেনেীয় সেনারা পিছিয়ে যেতে বাধ্য হন। বুধবার এমন তথ্য জানিয়েছেন লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাদের হাতে এখন শুধুমাত্র শহরটির উপকণ্ঠের দখল রয়েছে। বিবিসি-ইউক্রেনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর সেরহি হাইদাই বলেছেন, রাশিয়ার সেনারা গোলাবর্ষণ ও বিমান হামলা করে শহরটি মিলিয়ে দেওয়ার কাজ শুরু করার পর শহরের ভেতর ইউক্রেনীয় সেনাদের থাকার কোনো মানে হয় না। আঞ্চলিক নেতারা জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের খুব সম্ভবত নিরাপদ অবস্থানে চলে আসতে হবে যেখানে তাদের অবস্থান শক্তিশালী। শুধুমাত্র শহরের উপকণ্ঠ দখলে থাকার বিষয়টি জানিয়ে গভর্নর বলেন, আমাদের সেনারা আবার শুধুমাত্র উপকণ্ঠ দখল করেছে। কিন্তু লড়াই এখনো চলছে। আমাদের সেনারা সেভেরোদোনেৎস্ক রক্ষা করছে। বলা যায় না রাশিয়ানরা পুরো সেভেরোদোনেৎস্ক দখল করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান