সমীকরণ প্রতিবেদন:
ইউক্রেনে থাকা রুশ সম্পদ দখল করার অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। গতকাল শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি। ইউক্রেনের পার্লামেন্ট জানিয়েছে, ইউক্রেনে থাকা রুশ সরকার বা নাগরিকদের স্থাবর ও অস্থাবর সম্পদ দখল করার অনুমতি দেয়া হয়েছে। এখন থেকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ রুশ সম্পদ দখল করার আইনি অনুমতি পেল। গত বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্ট এ ধরনের পদক্ষেপ নেয়। এখন রুশ সরকার বা নাগরিকদের কোন সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে তার তালিকা করবে ইউক্রেন সরকার। এরপর এ তালিকা ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদকে দেয়া হবে। এরপর ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুসারে এ রুশ সম্পদগুলোকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে আনা হবে। সূত্র : বিবিসি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।