ঝিনাইদহ অফিস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল থেকে মোতালেব হোসনে লিপু নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোতালেব হোসনে লিপু ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মোকিমপুর গ্রামের বদর উদ্দীনের ছেলে। তিনি রাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে মোকিমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হলের ডাইনিংয়ের পাশ থেকে তার মরদহে উদ্ধার করে পুলিশ। লিপু হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, হলের এক কর্মচারী সকালে ডায়নিংয়ের পাশে লিপুর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে। হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, লিপু কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না। রাত ৩টার দিকে তারা ছাদ থেকে নিচে কিছু একটা পড়ার শব্দ পেয়েছিলেন। তবে তারা কি পড়েছে না দেখে ঘুমিয়ে পড়েন। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি লাফিয়ে আত্মহত্যা করেছেন তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। লিপুর রুমমেট রাজিবুল ইসলাম রাজিব বলেন, লিপু কোনো রাজনৈতিক সংগঠনে জড়িত ছিলেন না। রাত ১২টার দিকে ও ঘুমানোর জন্য রুমে আসে। আমিও তখন শুয়ে পড়েছি। গভীর রাতে একবার দরজা খোলার শব্দ পেয়েছিলাম। কিন্তু খেয়াল করিনি। “রাজিব আরো জানান, লিপু প্রতিদিন সকালে ব্যায়াম করতে বের হতেন। কিন্তু যখন তার লাশ পাওয়া গেল, তখন গায়ে কোনো কাপড় ছিল না। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সত্য সরকার জানান, লিপু বাড়ি থেকে ঘুরে এসে বুধবার হলে ফিরেছিলেন। রাত ৮টার দিকে তাদের দেখা হলে সামনের ইয়ার ফাইনাল পরীক্ষা নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছিল। তবে সে সময় অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি।